কারনঃ ম্যানুয়াল ও পেপার বেসড্ বিক্রয় পদ্ধিতির জন্য ক্রেতা সাধারনকে বার বার স্ব-শরীরে আসতে হয়;যার ফলে আর্থিক ও শারীরিক বিড়ম্বনার স্বীকার হয়।
Ø প্রতিষ্ঠানের সকল পন্যের ছবি, স্পেসিফিকেশন, মূল্য তালিকা, পরিমান ও অন্যান্য শর্তসম্বলিত রেসপনসিভ অনলাইন ই-কমার্স ওয়েব এপ্লিকেসন তৈরিকরণ। Ø ক্রেতা পছন্দমত যে কোন সময় সাইটে ভিজিট করে পন্যের ছবি, স্পেসিফিকেশন, মূল্য তালিকা, পরিমান ও অন্যান্য শর্তসম্বলিত যাচাই বাছাই করে মূল্য পরিশোধের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে অর্ডার কার্যক্রম সম্পাদন করতে পারবে। Ø অনলাইনে প্রাপ্ত অর্ডার সম্পর্ণ যাচাই বাছাই্ করে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে অর্ডারকৃত পণ্য গ্রহকের নিকট পৌঁছিয়ে দেওয়া হবে।