Ø সরাসরি নিয়মিত পরীক্ষন(মনিটরিং) করতে না পারায় এর বাস্তব চিত্র না পাওয়া। Ø প্রতিষ্ঠানের অনিহার কারণে কম্পিউটার ল্যাব ব্যবহার না করে মিথ্যা তথ্য প্রদান করে। Ø ফলে প্রজেক্টর ও কম্পিউটার ল্যাব নষ্ট হচ্ছে। Ø পরিদর্শনে সময় বেশী লাগে। Ø অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায় না। Ø যাতায়াত সমস্যা।
Ø শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচালকের ফেসবুক এর সাথে সংযোগ থাকতে হবে। Ø কম্পিউটার ল্যাব ব্যবহারের ভিডিও ক্লিপ ফেসবুকে প্রদান করবে। Ø আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এগুলো অফিসে মনিটরিং করবে।