Ø পণ্য উৎপাদন সম্পর্কে ডিলারগণ সময়মত অবগত হতে না পারায় চাহিদা অনুযায়ী ডিডি ও পে-অর্ডার সময়মত প্রেরণ করে না। যার ফলে বিক্রিতে প্রভাব পড়ে। Ø কারখান আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। Ø সময়মত সরবরাহ দিতে না পারায় বাজারে পণ্যের চাহিদা হ্রাস পায়।
প্রথমত উৎপাদিত পণ্যের গুনুগতমান, উৎপাদন প্রক্রিয়ায় প্রতিটি প্রসেস, দৈনিক উৎপাদন পরিমাণ, দৈনিক বিক্রয়ের পরিমাণ, ভান্ডারের মজুদের পরিমাণ এবং কতজন ডিলার মাসে কি পরিমাণ ব্লেড বিক্রয় করে তা নির্ধারণ পূর্বক একটি এ্যাপস তৈরি করে ডিলারদের সরবরাহ দিতে হবে। যাতে ডিলারগণ এ্যাপস এর মাধ্যমে সহজেই সব তথ্য পেয়ে যেতে পারে।