বর্তমানে বি এস ই সি কর্তৃক উৎপাদিত পণ্য সম্পর্কে গ্রাহকের বিস্তারিত ধারনা না থাকায়, বি এস ই সি এর উচ্চমান সম্পন্ন পণ্য গ্রাহকের নিকট জনপ্রিয় করা সম্ভব হচ্ছে না। এর ফলে সরকারী প্রতিষ্ঠান সমূহের বিক্রয় প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না এবং গ্রাহকগণ সরকারী পন্যের সর্বোত্তম সেবা হতে বঞ্চিত হচ্ছেন। Ø সরকারী প্রতিষ্ঠান হওয়ায় গ্রাহকের দারগোড়ায় যথাযথ বিপনন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। Ø বিভিন্ন ক্ষেত্রে গ্রাহক নকল পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছেন।
Ø বি এস ই সি আওতাধীন ৯টি প্রতিষ্ঠানের পণ্য মোবাইল Exhibition Van এর মাধ্যমে গ্রাহকের নিকট বিপুল ভাবে পরিচিত ও জনপ্রিয় করা হবে। Ø বি এস ই সি অধিনস্থ প্রগতি ইন্ডাস্ট্রিজে উক্ত ভ্যান তৈরী হবে, যার মাধ্যমে প্রইলির উন্নত সংযোজন সুবিধা গ্রাহকের নিকট প্রচার করা যাবে।স্টীল স্ট্রাকচার কাজ করা হবে NTL এর মাধ্যমে, Wiring এবং Lighting করবে যথাক্রমে ECL ও ETL বি এস ই সি এর প্রতিষ্ঠান সমূহের নিজ উদ্যোগে তৈরীকৃত ভ্যান প্রথম ধাপে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বি এস ই সির পণ্যের প্রচার, প্রসার এবং গ্রাহকগণকে উন্নত প্রযুক্তি সম্বলিত এসকল পন্যের উৎপাদনের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা প্রদান করবে।