প্রকল্প সমূহ

Payroll Software এর মাধ্যমে PF ও Gratuity সংরক্ষণ
“বি এস ই সি কর্তৃক উৎপাদিত পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া”

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিও বুক


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিভিন্ন ভাষা বিষয়ক গবেষনা/জার্নাল/পুস্তক/নিউজ লেটার প্রকাশ করে থাকে। দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগন এই সব তথ্যাবলী থেকে বঞ্চিত থাকে। কারন তারা পড়তে পারে না। ব্রেইল পদ্ধতিতে এই সব তথ্যাবলী প্রকাশ করা যায়, কিন্তু সেটি অনেক ব্যয় বহুল। তাই এইসব প্রকাশনার অডিও ফাইল তৈরী করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহজলভ্য করা গেলে তারা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গবেষণা/প্রকাশনা সম্পর্কে জানতে পারবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষা বিষয়ক গবেষনা/জার্নাল/পুস্তক/নিউজ লেটার প্রকাশ করে থাকে। দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগন এই সব তথ্যাবলী থেকে বঞ্চিত থাকে। তাদের সুবিধার জন্য এইসব প্রকাশনার অডিও ফাইল তৈরী করা হবে। এসব অডিও ফাইল আমাই এর নিজস্ব ওয়েব সাইট ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধীরা এই ফাইল গুলো তাদের মোবাইল/কম্পিউটারে ডাউনলোড করে শুনতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিষয়টি অনেক উপকারী হবে। সাধারন জনগণও এই সেবা দ্বারা উপকৃত হবে।