প্রকল্প সমূহ

শীতকালীন সময়ে বিকল্প পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি।
Payroll Software এর মাধ্যমে PF ও Gratuity সংরক্ষণ

সমবায় সমিতি সমূহের নির্বাচন কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

 যে সকল সমবায় সমিতির শেয়ার মূলধন ৫০০০০/- টাকার উর্দ্ধে উক্ত সমিতির নির্বাচন কমিটি গঠন করতে সমিতির ব্যবস্থাপনা কমিটি কিংবা ক্ষেত্রমতে অন্তর্বতী কমিটিকে নির্বাচন কমিটি অনুমোদনের জন্য থানা/উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসারের নিকট প্রেরণ করতে হয়। ফলে সমিতি কর্তৃপক্ষের সময়, খরচ ও ভোগান্তি বৃদ্ধি পায়।  নির্বাচন কমিটি কর্তৃক প্রকাশিত নির্বাচনী তফসীল মোতাবেক মনোনয়ন পত্র ব্যবস্থপনা কমিটির সভাপতি/নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত এবং থানা/উপজেলা সমবায় অফিসার কর্তৃক প্রতি স্বাক্ষর করতে হয়, যার প্রক্ষিতে সমিতির নির্বাচন প্রার্থীদের সময়, খরচ ও ভোগান্তি বৃদ্ধি পায়।

 থানা/উপজেলা সমবায় কার্যালয় নির্বাচন অনুষ্ঠিতব্য সমিতি সমূহকে নূন্যতম ১২০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য এসএমএস এবং পত্র প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে;  যে সকল সমবায় সমিতির শেয়ার মূলধন ৫০০০০/- টাকার উর্দ্ধে উক্ত সমিতির নির্বাচন কমিটি থানা/উপজেলা সমবায় অফিসার কর্তৃক অনুমোদনের বিধান রাখা;  নির্বাচন প্রার্থী মনোনয়ন পত্রে ব্যবস্থাপনা কমিটির/নির্বাহী কর্মকর্তার সত্যায়িত করা এবং জেলা / থানা সমবায় অফিসারের প্রতিস্বাক্ষরের বিধান না রেখে নির্বাচন কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের ব্যবস্থা রাখা;  নির্বাচন কমিটি কর্তৃক প্রকাশিত বৈধ প্রার্থীর খসড়া তালিকার উপর সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করার পর আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত লিখিত ভাবে সুস্পষ্ট করতে হবে;  আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে সংক্ষুব্ধ ব্যক্তিকে আদালতের স্মরণাপন্ন হওয়ার সুযোগ প্রদান করা;  নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে মহামান্য আদালতের সিদ্ধান্ত প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন কমিটি কর্তৃক পরর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা ;