প্রকল্প সমূহ

গ্রাম মৎস্য নেতার মাধ্যমে মৎস্য পরামর্শ সহজীকরণ ।
সমবায় সমিতি সমূহের নির্বাচন কার্যক্রম সহজীকরণ

শীতকালীন সময়ে বিকল্প পদ্ধতিতে তাপমাত্রা নিয়ন্ত্রনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

শীতের কারনে প্রায় তিন মাস পুকুরে মাছের উৎপাদন হ্রাস পায়। বিশেষ করে পাঙাশ মাছকে কোনক্রমেই বাঁচানো যায়না। ফলে পাঙাশ উৎপাদনে ব্যাপক ধস নামে এবং চাষীর আর্থিক ক্ষতি হয়।

শীতের সময় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পাঙাশ মাছের ব্যাপক মড়ক থেকে রক্ষা কল্পে মৎস্যচাষীগণের সাথে উদ্ধুদ্ধকরণ সভা আহবান করা হবে।আগ্রহী চাষীদের তালিকা প্রস্তুত করে সারেজমিনে ক্ষেত্র পরিদর্শন করা হবে।পুকুরের পরিমাপ ও ধরন অনুযায়ী পলিথিন (সরকার অনুমোদিত) সংগ্রহ করে পুকুর আবৃতকরণ কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন করা হবে।পরবর্তীতে ফলোআপের মাধ্যমে চূড়ান্ত কার্যক্রম বাস্তবায়ন সম্পাদন করা হবে।সমুদয় কার্যক্রমের রেকর্ড সংরক্ষন ও সমাপ্তকরণ।