আপদকালীন সময়ে দ্রুত ও সঠিক পরামর্শ না পাওয়া। বিভিন্ন কারণে পুকুরে বিভিন্ন সমস্যা হতে পারে। যার ফলে মাছ দ্রুত মারা যেতে পারে। এমতাবস্থায় চাষির দ্রুত পরামর্শ বা প্রতিকার প্রয়োজন। কিন্তু দূরত্ব এবং সেবা দাতার সাথে যোগাযোগের ভাল ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন সময়ের (রাত্রিকালীন) কারণে চাষির পুকুরে সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। যার ফলে মৎস্য চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং মৎস্য উৎপাদন ব্যাহত হয় ।
প্রত্যেক গ্রামে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ মৎস্য চাষী সনাক্ত করতে হবে এবং তাদের তালিকা তৈরি করতে হবে। উক্ত চাষীদের নিয়ে তাদের সেচ্ছাসেবক হিসাবে কাজ করার বিষয়ে অবহিত করতে হবে। তাদের মধ্যে সর্বোচ্চ আগ্রহী মৎস্য চাষীকে গ্রাম মৎস্য নেতা হিসাবে নির্বাচিত করতে হবে। এর পর তাদের মৎস্য অফিস হতে বিভিন্ন সামগ্রী যেমন- লিফলেট,পোষ্টার,মৎস্য বিষয়ক বই দিয়ে সহযোগিতা করতে হবে। প্রতি ইউনিয়নে সকল গ্রাম মৎস্য নেতা নাম ,ঠিকানা, মোবাইল নম্বর সহ লিফলেট তৈরি করে চাষিদের মাঝে বিতরণ করতে হবে। যার ফলে লিফ ও গ্রাম মৎস্য নেতার মাধ্যমে মৎস্য চাষিরা তাদের কাঙ্ক্ষিত দ্রুততম সময়ে সেবা ও পরামর্শ পেয়ে আর্থিক ক্ষতি হতে রক্ষা পাবে।