প্রকল্প সমূহ

জলমহাল ইজারা প্রাপ্তি ও আয়বর্ধক কর্মকান্ডে অংশগ্রহণ সেবা সহজীকরণ
গ্রাম মৎস্য নেতার মাধ্যমে মৎস্য পরামর্শ সহজীকরণ ।

জলমহাল ইজারা প্রাপ্তি ও আয়বর্ধক কর্মকান্ডে অংশগ্রহণ সেবা সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• লেখাপড়া কম থাকায় প্রয়োজনীয় কাগজ পত্রাদি প্রস্তুত করতে না পারায় দালালের শরানাপন্ন হতে হয়।অসচেতনতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সরকারী জলমহাল ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি জানতে না পারায় সময়মত ইজারা আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়। সচেতনতার অভাবে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলার কারণে কাগজপত্র নতুনকরে তৈরি করতে হয়। প্রয়োজনীয় শিক্ষার অভাবে জলমহাল ইজারা বিজ্ঞপ্তিতে চাহিত তথ্য ও শর্তাদি সম্পর্কে না বুঝায় অন্যের কাছে সাহায্য নিতে যেয়ে সময় ও অর্থের অপচয় হয়। ইজারা আবেদনে জলমহালে রূপরেখা/পরিকল্পনা তৈরি সঠিকভাবে করতে না পারায় আবেদনপত্র বাতিল হয়। শিক্ষার স্বল্পতা হেতু সমিতিতে সভার কার্যবিবরণী প্রস্তুত করতে না পারায় সমিতির সাধারণ সদস্য অবহিত হতে পারে না। দালালের দৌরাত্ব ও রাজনৈতিক প্রভাবের ফলে অনেকক্ষেত্রে সুবিধা বঞ্চিত হয় । মৎস্য জীবি হিসাবে যথসময়ে প্রত্য্যনপত্র যোগাড়,ছবি,আইডি কার্ড যোগাড় করতে না পারায় ইজারা আবেদন বাতিল হয় ।

 সরকারী জলমহাল ইজারা প্রদান কর্তৃপক্ষ কর্তৃক ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর মৎস্যজীবি সমবায় সমিতিগুলোকে মোবাইল ফোনে /মেসেজের মাধ্যমে অবগত করা হবে।  সমিতিগুলো তাদের প্রত্যাশিত জলমহালে ইজারা আবেদন করার জন্য যাবতীয় রেকর্ডপত্র ও ক্ষমতা প্রদানের রেজুলেশন নিয়ে উপজেলা সমবায় অফিসে আসবে।  উপজেলা সমবায় কার্যালযের সমিতির ডাটাবেইজে রক্ষিত তথ্যাদি হতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে সহযোগিতা করা হবে ।  জলমহালের জামানতের ব্যাংক ড্রাফট ও সকল মৎস্যজীবিদের এফআইডি কার্ডের ফটোকপি ও উপজেলা/ জেলা সমবায় অফিসারের প্রত্যয়ন নিয়ে আসবে।  জলমহালের রুপরেখাসহ সকল কাগজপত্র প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালযে দাখিল করবে ।