প্রকল্প সমূহ

স্বল্পতম সময়ে মাসিক ভিত্তিতে সহজে ইউপি সচিবদের বেতন-ভাতা প্রদান
স্থানীয় সরকার সনদ পত্র ব্যাবস্থাপনা সিস্টেম নামে একটি সার্ভিস চালু করা । বর্তমানে www.lgservice.gov.bd নামে একটি অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে এ সার্ভিস সমুহ প্রদান করা হচ্ছে

জনঅংশগ্রহণমূলক ও আইসিটিভিত্তিক সমন্বিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ব্যবস্থাপনা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

পরিকল্পনা ও সমন্বয়হীনভাবে যত্রতত্র প্রকল্প গ্রহণ করে দায়সারা গোছের বাস্তবায়ন করায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাংক্ষিত মাত্রায় হচ্ছে না।একই স্থানে বিভিন্ন উৎস থেকে প্রকল্প গ্রহণ করা হলেও তা চিহ্নিত করার জন্য সহজে ব্যবহারযোগ্য কোনও সিস্টেম নেই। ফলেগ্রামীণজনগণ কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবংরাষ্ট্রীয় অর্থের অপচয় হয়

একটি সফটওয্যার তৈরী করা হবে। তাতে যে কোন প্রকল্প গ্রহণের পর প্রকল্প এলাকার দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ঠিক করে প্রকল্প স্থান চিহ্নিত করা হবে। প্রকল্পের বিবরণসহ প্রকল্পের ছবি গুগল ম্যাপে আপলোড করা হবে। পরবর্তীতে অন্য যে কোন প্রকল্প গ্রহণের সাথে সাথে সিস্টেম ডিটেক্ট করবে যে উক্ত স্থানে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে কি না। একই ভাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের বার্ষিক ও পঞ্চ বার্ষিক পরিকল্পনায় যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সকল সম্ভাব্য প্রকল্প এলাকার দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ঠিক করে প্রকল্প এলাকা চিহ্নিত করা হবে। এতে পরিকল্পনার সাথে বাস্তব অবস্থার সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাবে। প্রকল্পের দ্বৈততা পরিহার করা সম্ভব হবে । প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্দির জন্য বাস্তবায়নাধীন প্রকল্পের তালিকা বরাদ্দের পরিমাণসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব সাইটে আপলোড করা হবে।