প্রকল্প সমূহ

“প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণী শিখন শেখানো কার্যক্রমে কার্যকরভাবে প্রয়োগে শিক্ষককে সহায়তাকরণ”
“উচ্চমাধ্যমিক পর্যায়ে টিসি প্রদান সহজীকরণ”

“বিএডিসির বীজ ডিলারগণের নিকট দ্রুত বীজ সরবরাহ করা”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

দপ্তর থেকে সরবরাহকৃত পত্র দেরীতে প্রাপ্তির কারণে যথাসময়ে বীজের বরাদ্দ জানতে না পারা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এবং ডিলারগনের আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রয়োজনীয় পরিমাণ বীজ উত্তোলন করতে পারেন না । এর ফলে ডিলার ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হয় ।

পূর্ববর্তী সময়ে বীজ ডিলারদের ল্যান্ড টেলিফোনের মাধ্যমে বীজের তথ্য প্রেরণ করা হতো এবং ডাকযোগে পত্র প্রেরণের মাধ্যমে ডিলারদের সাথে যোগাযোগ রক্ষা করা হতো । প্রচলিত পদ্ধতিতে ডিলারদের সাথে যোগাযোগ করে বীজ বিতরণ করার ফলে সময়, অর্থ ব্যয় ও যাতায়াতে অপচয় বৃদ্ধি পায় । ডিলারগণের এই ধরনের অপচয় ও ভোগান্তি দূর করার জন্য এসএমএস এর মাধ্যমে বরাদ্দ সম্পর্কিত তথ্য জানানো যেতে পারে ।