দপ্তর থেকে সরবরাহকৃত পত্র দেরীতে প্রাপ্তির কারণে যথাসময়ে বীজের বরাদ্দ জানতে না পারা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এবং ডিলারগনের আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রয়োজনীয় পরিমাণ বীজ উত্তোলন করতে পারেন না । এর ফলে ডিলার ও কৃষক উভয়ই ক্ষতিগ্রস্ত হয় ।
পূর্ববর্তী সময়ে বীজ ডিলারদের ল্যান্ড টেলিফোনের মাধ্যমে বীজের তথ্য প্রেরণ করা হতো এবং ডাকযোগে পত্র প্রেরণের মাধ্যমে ডিলারদের সাথে যোগাযোগ রক্ষা করা হতো । প্রচলিত পদ্ধতিতে ডিলারদের সাথে যোগাযোগ করে বীজ বিতরণ করার ফলে সময়, অর্থ ব্যয় ও যাতায়াতে অপচয় বৃদ্ধি পায় । ডিলারগণের এই ধরনের অপচয় ও ভোগান্তি দূর করার জন্য এসএমএস এর মাধ্যমে বরাদ্দ সম্পর্কিত তথ্য জানানো যেতে পারে ।