দেশের উত্তরাঞ্চলে দেশীয় ও বৈদেশিক কর্ম-সংস্থানে জনগণের প্রবণতা কম ,স্থানীয় কর্মসংস্থানে উপযুক্ত যুগোপযোগী না দেওয়া । জনগণের না জানা এবং সঠিক কর্মসংস্থান না হওয়া । অফিসের তথ্য ও ডাটাবেইজ না থাকা । -যোগ্যতা বা সম্ভবনা যাচাই না করা ।অফিসের সহযোগিতা না পাওয়া ।বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে -দালাল ও এজেন্সির প্রভাব ।বিদেশ হতে প্রাপ্ত শ্রম আদেশ যাচাই না করা । -জনশক্তি অফিস , ডিসি অফিস, ইউএনও অফিসের সমন্বয়হীনতা । অফিসের অসহযোগ
স্থানীয় কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় চাহিদা, সম্ভবনা যাচাই করে আগ্রহীদের মধ্যে এবং সর্বস্তরে উন্মুক্ত মোটিভেশন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা,গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের অবগত করানো । আবেদন গ্রহণ, আবেদনকারির ডাটাবেইজ তৈরি, তাদের যোগ্যতা ও সম্ভবনা যাচাই । যে অনুযায়ী প্রশিক্ষণ প্রদান, ফলোআপ,তাদের সমস্যা যাচাই করে প্রতিকারের ব্যবস্থা,স্থানীয়ভাবে তৈরি উৎপাদিত পন্যের প্রদর্শনী ও বিপণন , ICT ক্ষেত্রে কর্মের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্ম তৈরি, Market Place-এ প্রবেশের সহযোগীতা ।ব্যাপক সচেতনতা তৈরি,বিদেশ যাওয়ার আগ্রহ তৈরি, পজেটিভ ইমেজ তৈরি । গণ্যমান্য ও রাজনৈতিক সকলকে সম্পৃক্ত করে গণসচেতনতা তৈরি । UDC তে আবেদন গ্রহণ,ডাটাবেইজ তৈরি,যোগ্যতা ও সম্ভাবনা যাচাই, সে অনুযায়ী বিদেশে উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষণঃভাষা,বিভিন্ন টেকনিক্যাল দিক যেমন-Driving, Electronics, Mechanics. জনশক্তি অফিস,পাসপোর্ট অফিস,UNO,DC অফিসের সাথে সমন্বয় । বিশেষ ব্যবস্থায় তাদের যাবতীয় প্রক্রিয়া সহজে সম্পাদন । ভিসা ও শ্রম আদেশ যাচাই করে তাদেরকে সঠিক জায়গায় প্রেরণ ও প্রেরিত অর্থের সঠিক ব্যবহার । অনলাইনের মাধ্যমে নিশ্চিতকরণ ও সকলকে নিয়ে কমিটি গঠন