প্রকল্প সমূহ

সমন্বিত প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থান (দেশীয় ও বৈদেশিক কর্ম-সংস্থান তৈরি)
ক্ষুদ্রঋণ কর্মসূচি সহজীকরণ

ক্ষুদ্রঋণ কর্মসূচি সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সমস্যা ও সম্ভাবনার ভিত্তিতে গ্রাম ও উপকারভোগী নির্বাচনে দীর্ঘসূত্রিতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।

১. প্রথমেই উপজেলা সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা করে ঋণ বিতরণের জন্য অপ্রাধিকার ভিত্তিতে সম্ভাব্য সকল প্রকল্প গ্রাম নির্বাচন করা। যেন পরবর্তী ঋণ বিতরণের জন্য এ বিষয়ে নতুনভাবে সভা করতে না হয়। ২. সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীগণ কর্তৃক পরিবার জরিপ করা।সমাজকর্মী নির্বাচিত গ্রাম নিধারিত সময়ের মধ্যে জরিপ শেষ করবেন। এরপর ক, খ ও গ শ্রণিভূক্ত পরিবারেসমূহ আলাদা করবেন। টার্গেটভূক্ত বার্ষিক ০ থেকে ৫০,০০০/- আয়ের ক শ্রেণিভূক্ত পরিবারগুলোকে নিয়ে পরবর্তী কাজ শুরু করা। ৩. জরিপকৃত পরিবারের সদস্যগণের মধ্য হতে একজনকে সভাপতি করে ৭ সদস্যের গ্রাম কমিটি গঠন করা এতে সমাজকর্মী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ৪. গ্রাম কিমিটির সভায় উপকারভোগী বা সেবা গ্রহীতা নির্বাচন, সংশ্লিস্ট এলাকার উপযোগী স্কীম বাছাই করে সুপারিশ আকারে প্রয়োজনীয় কাগজপত্রসহ সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করা । ৫. সমাজসেবা অফিসার স্কীমসমূহ প্রাথমিক বাছাই করে উপজেলা পল্লী সমাজসেবা বাস্তবায়ন কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। ৬. উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ। 7. ঋণ বিতরণের পর Monitoring জোরদার করা। এক্ষেত্রে ফিল্ডসুপারভাইজার, ইউপি প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, গ্রাম কমিটি, সংশ্লিস্ট সরকারি দপ্তর, Social Media Group.