প্রকল্প সমূহ

ডিজিটাল content তৈরি করে মাল্টিমিডায়ার সাহায্য শ্রেণী পাঠদান কে আকর্ষনীয় ও ফলপ্রসূ করা।
সমন্বিত প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থান (দেশীয় ও বৈদেশিক কর্ম-সংস্থান তৈরি)

জেলা ও উপজেলা সদরে শিশু কিশোরদের সাতার শেখার জন্য সাতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

শহর কেন্দ্রিক শিশু কিশোরদের সহজে সাতার শেখার জন্য পরিকল্পিত সাতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে পৃষ্ঠপোষকতার অভাব।

শিশু কিশোরদের সাতার শেখানোর লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলা সদরে সুধীজনের সাথে মতবিনিময় করে অগভীর পুকুর/স্থান নির্বাচনের জন্য বাস্তবায়ন কমিটি গঠন করা। স্থান নির্বাচনের পর সাতার কাটার জন্য শিশু কিশোরদের উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন তিনটি চৌবাচ্চা তৈরি করা এবং চৌবাচ্চায় নিয়মিত পানি সরবরাহ ও নিস্কাশনের জন্য সন্নিকটে অগভীর নলকুপ স্থাপন ও ড্রেন তৈরি করা। সাতার শেখার উপকরণ সংগ্রহ এবং প্রশিক্ষক সহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা। প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনার জন্য পরিচালনা কমিটি গঠন, প্রচার প্রচারণা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ প্রশিক্ষণার্থীদের সাতার শেখার পর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ এবং উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা।