প্রকল্প সমূহ

সফটওয়্যার জেনারেটেড SMS এর মাধ্যমে আয়কর রির্টানের প্রাপ্তি স্বীকার
আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে মাতৃত্বকাল ভাতাপ্রদান কর্মসূচীর কার্যকারীতা বৃদ্ধি করা

আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে মাতৃত্বকাল ভাতাপ্রদান কর্মসূচীর কার্যকারীতা বৃদ্ধি করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

নির্ধারিত সময়ে প্রকৃত ভাতাভোগী নির্বাচন করা সম্ভব যায় হয় না। ২।ভাতাভোগী নির্বাচনে আর্থিক সুবিধা গ্রহণের সম্ভাবনা থাকে। ৩। উপকারভোগীদের সময় খরচ ও ভিজিট বেশী লাগে। ৪।প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের উপস্থিতির হার কম থাকা।

১।ইউএইচএফপিও,ইউএফপিও-এর নিকট হতে তালিকা সংগ্রহ ও একত্রিত করে ডাটাবেইজ তৈরী। ২।খসড়া তালিকা ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরন ও চেয়ারম্যানের মাধ্যমে দারিদ্রতা যাচাই করে নির্দিষ্ট সংখ্যক ব্যাক্তির প্রাথমিক তালিকা প্রস্তুত। ৩। উপজেলাকমিটি কর্তৃক অনুমোদন করানো ও অত:পর ভাতাভোগীর আবেদন সংগ্রহ,ব্যাংক হতে ফরম সংগ্রহ করে ব্যাংক একাউন্ট করণ এবং ব্যাংক এডভাইসের মাধ্যমে ভাতা বিতরণ। ৪।গর্ভকালীন সময় বিবেচনা করে প্রশিক্ষণের তারিখ নির্ধারণ ও প্রশিক্ষণ প্রদান। ৫। ইউএইচএফপিও ও ইউএফপিও এর সাথে সমন্বয়ের মাধ্যমে গর্ভকালীন সেব, নিরাপদ প্রসব ও প্রসবপরবর্তী সেবা মা ও শিশুস্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়া। ৬।সর্বোপরি প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক কর্মসূচী গ্রহণে উৎসাহিত করে আত্মনির্ভরশীল নারী সমাজ গঠন করা।