নির্ধারিত সময়ে প্রকৃত ভাতাভোগী নির্বাচন করা সম্ভব যায় হয় না। ২।ভাতাভোগী নির্বাচনে আর্থিক সুবিধা গ্রহণের সম্ভাবনা থাকে। ৩। উপকারভোগীদের সময় খরচ ও ভিজিট বেশী লাগে। ৪।প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের উপস্থিতির হার কম থাকা।
১।ইউএইচএফপিও,ইউএফপিও-এর নিকট হতে তালিকা সংগ্রহ ও একত্রিত করে ডাটাবেইজ তৈরী। ২।খসড়া তালিকা ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরন ও চেয়ারম্যানের মাধ্যমে দারিদ্রতা যাচাই করে নির্দিষ্ট সংখ্যক ব্যাক্তির প্রাথমিক তালিকা প্রস্তুত। ৩। উপজেলাকমিটি কর্তৃক অনুমোদন করানো ও অত:পর ভাতাভোগীর আবেদন সংগ্রহ,ব্যাংক হতে ফরম সংগ্রহ করে ব্যাংক একাউন্ট করণ এবং ব্যাংক এডভাইসের মাধ্যমে ভাতা বিতরণ। ৪।গর্ভকালীন সময় বিবেচনা করে প্রশিক্ষণের তারিখ নির্ধারণ ও প্রশিক্ষণ প্রদান। ৫। ইউএইচএফপিও ও ইউএফপিও এর সাথে সমন্বয়ের মাধ্যমে গর্ভকালীন সেব, নিরাপদ প্রসব ও প্রসবপরবর্তী সেবা মা ও শিশুস্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়া। ৬।সর্বোপরি প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক কর্মসূচী গ্রহণে উৎসাহিত করে আত্মনির্ভরশীল নারী সমাজ গঠন করা।