আয়কর রিটার্ন দাখিলের পর যথা সময়ে প্রাপ্তি স্বীকার পত্র পাওয়া যায় না। প্রাপ্তি স্বীকার পত্র প্রাপ্তিতে অর্থ ব্যয় হয়। সেজন্য অনেক করদাতাই বিভিন্ন কারনে নিজে আয়কর রিটার্ন দাখিল না করে প্রতিনিধি/ মধ্যস্বত্বভোগীগন দ্বারা রিটার্ন দাখিল করেন। রিটার্ন দাখিলের সাথে সাথেই ম্যানুয়াল পদ্ধতিতে প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হয়। কিন্তু প্রতিনিধির নিকট হতে সেই প্রাপ্তি স্বীকার পত্রপ্রাপ্তিতে প্রায়শই করদাতার সময় ও অর্থ ব্যয় হয়।
করদাতাগনের মোবাইল নম্বর সম্বলিত ১টি ডাটাবেজ প্রস্তুত করা হবে। ১টি Customized Software (তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার) প্রেরণপ্রস্তুত করা হবে। স্বয়ংক্রিয় SMS এর মাধ্যমে করদাতাকে রিটার্নের প্রাপ্তি স্বীকার প্রদান করা। বকেয়া কর, অগ্রিম কর, শুনানী পুনঃ নির্ধারণ সংক্রান্ত স্বয়ংক্রিয় এসএমএস প্রেরণ করা।