বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় এবং সিদ্ধান্তসমূহ আইনের অন্যতম উৎস হলেও সেটা জনগণের নাগালের বাইরে। উচ্চ সঙ্গতিসম্পন্ন আইনজীবীদের চেম্বার, বার সমিতির লাইব্রেরী এবং বিচারকদের লাইব্রেরীতে সংরক্ষণ করা হয়। তাও সবগুলি একস্থানে সংরক্ষিত হয় না। অনেক আগের ঢাকা ল’ রিপোর্ট বা ডিএলআর থেকে এগুলো খুঁজে নেওয়া তাদের জন্যও বেশ কষ্টসাধ্য। ছাত্র, বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মীসহ সকলের জন্য উচ্চ আদালতের রায় জানা প্রয়োজন হলেও তারা সেটা পান না। এমন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আইনগত সিদ্ধান্তগুলোকে একটা ডাটাবেসের মধ্য নিয়ে আসতে এই প্রকল্প।