প্রকল্প সমূহ

সূচনা- রোবোটিক বীজ ও সার প্রলেপক
বায়োমেট্রিক পোস্টাল ক্যাশকার্ডের (স্মার্ট কার্ডের)মাধ্যমে ডাক বিভাগের সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব পরিচালনা।

ম্যাজিক রুম হিটার


বাংলাদেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে অনেক মানুষ মারা যায় প্রতিবছর। রাতের বেলায় সেই শীতের তীব্রতা বেশি থাকে। এ কারণে রাতের সময়টাতে যাতে ওই এলাকার দরিদ্র মানুষদের কিছুটা উষ্ণতা দেওয়া যায়, সে লক্ষ্যে ম্যাজিক রুম হিটার-এর উদ্যোগ নেওয়া। যাতে স্বল্প খরচে তারা একটুখানি উষ্ণতার ছোঁয়া পাবেন।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উত্তরাঞ্চল হিমালয় পর্বতমালার একটু বেশিই কাছে অবস্থিত। আর এ কারণে শীতকালীন মৌসুমি হাওয়া এবং শুষ্কতার পরিমাণ খুবই বেশি। যার ফলে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, প্রসূতি মায়েদের এই শীতকালীন সময়টুকু খুব কষ্টে কাটাতে হয়। বিশেষ করে নিন্ম মধ্যবিত্ত এবং নিন্মবিত্তদের জন্যে। তাদের কাছে পর্যাপ্ত জোগান না হওয়ায় খুব শীতের মধ্যে তাদেরকে অতিকষ্টে দিন যাপন করতে হয়।

শীতকালীন সময়ে নিন্ম মধ্যবিত্ত এবং নিন্ম বিত্তরা যাতে একটু উষ্ণতা পেয়ে সানন্দে দিন গুলো কাটাতে পারে সেজন্যেই আমাদের ‘দি ম্যাজিক রুম হিটার’ একটি টিনের বাক্স, মাটি, এবং লোহার শিক দ্বারা তৈরী এই হিটারটি চলবে কয়লা দিয়ে। যা অত্যন্ত সাশ্রয়ী। যার বাজারমূল্য হবে খুবই কম। যাতে নিন্মবিত্তরা এটাকে ব্যাবহার করতে পারেন। পুরো সময় না হলেও অন্তত রাতের সময়টাতে তারা সেখান থেকে উষ্ণতা নিতে পারবেন।