দূর্নীতি, একাধিক ভিজিট, অধিক ব্যয় এবং হয়রানি
• অনলাইনে/মোবাইল এপসের মাধ্যমে আবেদন জমা; • আবেদন জমা দেবার পর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ জমার জন্য বিল নাম্বার প্রেরণ; • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ জমা; • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল জমা দেবার পর রোল নম্বর ইউজার নাম ও পাসওয়ার্ড প্রেরণ; • ইউজার নাম ও পাসওয়ার্ড এর মাধ্যমে আডমিট কার্ড প্রিন্ট করে নেয়া। • মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে তথ্য প্রদান; • ভর্তির তারিখ ও সময় জানিয়ে মোবাইলে নোটিফিকেশন প্রাপ্তি; • ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত হল নম্বরসহ সিট প্লানের নোটিফিকেশন; • মোবাইলের মাধ্যমে ফলাফল প্রকাশ।