১. এলটি কেস নিস্পত্তিতে বেশি দিন/ সময় লাগে ২. ভূমির মালিকদের বারবার আসতে হয় ৩. ভূমির মালিকগণ অফিসিয়াল হয়রানির শিকার হয় ৪. ভূমির মালিকগণ দালাল চক্রের খপ্পরে পড়ে ৫. ভূমির মালিকদের খরচ বেশি হয়
১. কেস তালিকা প্রণয়ন, কেসভিত্তিক বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ২. জেলা ওয়েবসাইটে কেস নং উল্লেখপূর্বক কিসের জন্য তারিখ ধার্য ( নোটিশ, শুনানী,প্রতিবেদন, রায়/আদেশ) তা প্রকাশ ৩. ফোন/এসএমএস করে শুনানী, রায়/আদেশ এর ধার্য তারিখ আবেদনকারীকে জানানো ৪. জমির তদন্ত প্রতিবেদন শুনানীর পূর্বে প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট এসিল্যান্ডকে এসএমএস করা ৫. কেস সংক্রান্ত তথ্য বহুল প্রচারের জন্য ডিজিটাল সেন্টার এর ব্যবহার