* মিস কেস নিষ্পত্তিতে দীর্ঘসূ্ত্রিতা * মামলা রুজু থেকে নিষ্পত্তি পর্যন্ত প্রার্থক ও প্রতিপক্ষের অনেকবার অফিস ভিজিট এর ফলে সময় ও অর্থ অপচয়।
* মামলা রুজু করার পূর্বে আবেদনকারীর মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র (খতিয়ান, মাঠ পর্চা, দলিল, ডিক্রি) জমা নিয়ে প্রাথমিক শুনানী গ্রহণ করে মামলা রুজু করা। * আবেদনের সময় প্রার্থক ও প্রতিপক্ষের মোবাইল নম্বর আবশ্যিকভাবে নেয়া । * যথাযথভাবে নোটিশ জারীর নিমিত্ত মোবাইলের মাধ্যমে প্রার্থক ও প্রতিপক্ষের অনুকূলে এসএমএস প্রেরণ করা । * জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েব পোর্টাল ও উপজেলা ওয়েব পোর্টালে সমস্ত মামলা কি অবস্থায় আছে এবং ধার্য তারিখ অর্থ্যাৎ কেস ডায়রী নিয়মিতভাবে আপলোড করা ।