প্রকল্প সমূহ

স্ব টেকসই (self-sustainable) প্রক্রিয়ায় ইন-হাউস প্রশিক্ষণ বাস্তবায়নের মাধ্যমে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ায় পাঠদান বৃদ্ধিকরণ
বেকার মুক্ত গ্রাম সৃজন

বেকার মুক্ত গ্রাম সৃজন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বেকার যুবদের সঠিক ডাটাবেজ না থাকার কারণে প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যাচ নির্ধারণ করতে অনেক সময় লেগে যায় । বেকার যুব সমাজ প্রশিক্ষণ গ্রহন ও প্রকল্প গ্রহনের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগে।যে কারণে একাধিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেও লক্ষমাত্রা অনুযায়ী আত্মকর্মী সৃজন হয় না।

প্রকল্প এলাকায় সেচ্ছাসেবী যুব সংগঠন তৈরী পূর্বক খ-কালীন স¦ল্প বেতনে কর্মী নিয়োগের মাধ্যমে ডাটাবেজ তৈরী ও উদ্বুদ্ধকরণ। ডাটাবেজ প্রস্তুত পূর্বক যুবদের শিক্ষাগত যোগ্যতা ও চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণের ট্রেড নির্ধারণ করে যুুব উন্নয়ন অধিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ ট্রেড নির্ধারণের ক্ষেত্রে চলমান ট্রেডের পাশাপাশি তথ্য ও প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। যুব উন্নয়ন অধিদপ্তর এবং অন্যান্য তফসিলী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও সরকারের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদানের মাধ্যমে শতভাগ আত্মকর্মী সৃষ্টি করা। যুবদের উৎপাদিত পণ্য বাজারজাত করণের সমস্যা হলে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ তৈরী করে বাজারজাতের ব্যবস্থা করা। যুবদের প্রনোদনা ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করা।