প্রকল্প সমূহ

একটি আলোকিত প্রাথমিক বিদ্যালয় গঠন।
শিক্ষকদের আর্থিক সুবিধাদি প্রদান সহজীকরণ (ইবিক্রস, টাইম স্কেল, জিপিএফ, পিআরএল ও পেনসন)

শিক্ষকদের আর্থিক সুবিধাদি প্রদান সহজীকরণ (ইবিক্রস, টাইম স্কেল, জিপিএফ, পিআরএল ও পেনসন)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

 চলমান পদ্ধতিতে শিক্ষকগনের উল্লেখিত আর্থিক সুবিধাসমূহ পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত উপজেলা হতে শিক্ষকগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসতে হয়। যেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকগনের আগমনের প্রয়োজন নাই।  সেবাগ্রহীতা কোন‌্ বিষয়ে কোন্ কাগজ সংযোজন করবেন, সে বিষয়ে তার ধারনা নাই বা অবহিত নয়। ফলে Middle Man এর উপর নির্ভরশীল হয়।  আবেদন প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হতো না।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসে LAN স্থাপনের মাধ্যমে ডকেটিং ব্যাবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন।  আবেদন প্রাপ্তি স্বীকার ও নিস্পত্তির বিষয়ে সেবা গ্রহিতাকে SMS এর মাধ্যমে অবহিতকরন।  সেবাগ্রহীতা কোন‌্ বিষয়ে কোন্ কাগজ সংযোজন করবেন, সে বিষয়ে পূর্বেই সকল বিদ্যালয়ে চেক লিস্ট প্রেরন