গতানুগতকি পরিদর্শন, শিক্ষকদের আন্তরকিতা ও সদচ্ছিার অভাব এবং বিদ্যালয়ের আর্কষনীয় পরিবেশের অভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয় না
পরিদর্শন র্কাযক্রম গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে একজন সহকারি উপজলো শিক্ষা অফিসারকে সপ্তাহ ব্যাপি সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংযুক্তি দেওয়া হবে এবং উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে শিক্ষকদের নিয়মিত কাউন্সিলিং করা হবে।