প্রকল্প সমূহ

নাগরিকত্ব বা জাতীয়তা সনদ ইস্যু/প্রাপ্তি পদ্ধতি
নাগরিকত্ব বা জাতীয়তা সনদ ইস্যু/প্রাপ্তি পদ্ধতি

নাগরিকত্ব বা জাতীয়তা সনদ ইস্যু/প্রাপ্তি পদ্ধতি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অধিকবার আসা-যাওয়া বা যাতায়াত ও অতিরিক্ত সময় ব্যয়। বর্তমান বা প্রচলিত পদ্ধতিতে একটি নাগরিকত্ব/জাতীয়তা সনদ গ্রহনের জন্য সেবা প্রার্থীকে সাদা কাগজে লিখিত আবেদনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধির সুপারিশ ও সনাক্তকরণ প্রয়োজন হয় বলে তাঁর নিকট যেতে হয়। এরপর সুপারিশকৃত আবেদনটি পৌরসভা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিলে বিধি অনুযায়ী সনদ ইস্যু করে মেয়র/অনুমোদনকারী কর্তৃক অনুমোদেনর পর সনদ হস্তান্তর করা হয়। সেবা গ্রহীতাকে দুই বা ততোধিক স্থানে যাতায়াত করতে হয়। ফলে সেবা গ্রহীতার সময় ও অর্থ অধিক ব্যয় হয়, যাতায়াতের কারণে ব্যাপক হয়রানি হতে হয়।

সেবা গ্রহীতার লিখিত আবেদন ও জনপ্রতিনিধি কর্তৃক সনাক্তকরণের সুপারিশের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদের ব্যবহার হলে আবেদন লেখা ও জনপ্রতিনিধির নিকট সুপারিশের জন্য যাতায়াত করতে হবে না। এক অবস্থানে একবারে (ওয়ান স্টপ সার্ভিস) সেবা প্রদান/গ্রহন করা যায়। এর ফলে সনদ গ্রহীতা একটি পরিচিতি নম্বর (ব্যপন) পাবেন যা জন্ম নিবন্ধন সনদে রয়েছে। (* যেহেতু বাংলাদেশে নাগরিকগণের শতভাগ জন্ম নিবন্ধন জাতীয়ভাবে সম্পন্ন ও চলমান প্রক্রিয়া, সেহেতু সেবা প্রার্থীকে শুধুমাত্র তাঁর জন্ম নিবন্ধন সনদ প্রদর্শনের মাধ্যমে স্থায়ী ঠিকানা প্রমাণের দ্বারা বর্ণিত সনদ দেয়া যাবে। * জন্ম নিবন্ধন বর্তমানে অনলাইনে রেজিষ্ট্রিকৃত বা করা হচ্ছে, সেহেতু ইহা যাচাই করা সহজ। যদি সার্ভারে কোন সমস্যা হয় তবে ম্যানুয়াল রেজিষ্ট্রারে চেক করা যাবে। এতে ব্যক্তির ১৭ ডিজিটের পরিচিতি নম্বর থাকে। যা অন্য কোন দপ্তর প্রয়োজনে অনলাইনে bris.gov.bd সাইটে লগইন করে তথ্য যাচাই করতে পারে। * ব্যতিক্রম ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারীকৃত পৌরসভা ‍আদর্শ কর তফসিল,২০১৪ এর ১০(৪) অনুসৃত হবে। )