কোন সময়ে কোন ধরনের জমিতে কোন ফসল করলে ভাল হবে তা না জানার কারণে কৃষক চাষাবাদের জন্য ভুল ফসল নির্বাচন করে। ফলে বছরের কিছু সময় তার জমি পতিত থাকে। আবার নিচু জমিতে বেশি সময় লাগে এরুপ ফসল করায় বন্যায় আক্রান্ত হয়। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, দেশেরও সম্পদ নষ্ট হয়।
জরিপের মাধ্যমে কৃষকের শ্রেণী ভেদে জমির পরিমান নির্ধারন পূর্বক কৃষক ভিত্তিক কৃষি ক্যালেন্ডার তৈরি করে দেয়া।