বন্যা,খরা, লবণাক্ততা প্রবণ এলাকায় কৃষকরা সঠিক অভিযোজন কৌশলের অভাবে ফসল চাষে মারাত্নক ক্ষতিগ্রস্ত হচ্ছে । উপযুক্ত জাত বাছাই করতে না পারা,সঠিক চাষাবাদ ব্যবস্থাপনা কৌশল না জানা/তথ্যের অভাব, প্রাকৃতিক দুর্যোগে বারবার ফসলহানীর কারণে চাষাবাদের খরচ বাড়ছে।
আবাহাওয়া/জলবায়ু, জমির ধরণ, মৌসুম বিবেচনায় নিয়ে ফসলের জাত বাছাই করে ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার তৈরী করে কৃষক পরামর্শ সেবা প্রদান।