প্রকল্প সমূহ

ডিজিটাল পদ্ধতিতে পেস্টিসাইড প্রেসক্রিপশান প্রদান
কৃষক ভিত্তিক কৃষি ক্যালেন্ডার প্রবর্তন

ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বন্যা,খরা, লবণাক্ততা প্রবণ এলাকায় কৃষকরা সঠিক অভিযোজন কৌশলের অভাবে ফসল চাষে মারাত্নক ক্ষতিগ্রস্ত হচ্ছে । উপযুক্ত জাত বাছাই করতে না পারা,সঠিক চাষাবাদ ব্যবস্থাপনা কৌশল না জানা/তথ্যের অভাব, প্রাকৃতিক দুর্যোগে বারবার ফসলহানীর কারণে চাষাবাদের খরচ বাড়ছে।

আবাহাওয়া/জলবায়ু, জমির ধরণ, মৌসুম বিবেচনায় নিয়ে ফসলের জাত বাছাই করে ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার তৈরী করে কৃষক পরামর্শ সেবা প্রদান।