প্রকল্প সমূহ

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দলিল সংরক্ষণ ও ফেরত প্রদান
রেজিস্ট্রিকৃত মূল দলিল ফেরত প্রদানে ও তা ধংসের হাত থেকে রক্ষায় মোবাইল প্রযুক্তির ব্যবহার

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দলিল সংরক্ষণ ও ফেরত প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমান ব্যবস্থায় ৬ মাস হতে ০৫ বছর সময়ক্ষেপণ জনগণের হয়রানী ০৩-৫০টাকা ও ফি প্রদান দলিল পুড়িয়ে ফেলা ক্ষেত্রবিশেষে অসততার মাধ্যমে দলিলে পরিবর্তন ও পক্ষগণের মারাত্মক ক্ষতি সাধণ

দলিল রেজিস্ট্রির জন্য গ্রহণের পর এর পৃষ্ঠাঙ্কন ও অন্যান্য প্রাথমিক কাজ সম্পন্ন করা। ২. স্ক্যানার, কাম্পিউটার ও প্রিন্টার ব্যবহার করে স্ক্যান-কপি কার্টিজ পেপারে প্রিন্ট করা। ৩. প্রিন্টকৃত কপিটি যথাযথাবে মোহরাঙ্কিত ও স্বাক্ষর করার পর এটি যে মূল দলিলের অবিকল রূপ তা নিরূপণ করার পর রেকর্ডরুমে সংরক্ষণ ৪. দলিলের মূল কপিটি মোহরাঙ্কিত ও স্বাক্ষর করার পরে রেজিস্ট্রির এক সপ্তাহ সময়ের মধ্যে এর আইনগত মালিকের নিকট ফেরত প্রদান। ফেরতকৃত মূল দলিলটিতে সার্ভারে ভূক্তির সিরিয়াল নম্বর, তারিখ ও সময় দলিলে মোহরাঙ্কিত ও স্বাক্ষরযুক্ত হবে। ৬. দলিলের সফট কপিটি সার্ভারে সংরক্ষণ এবং তা প্রতি মাসে মাসিক প্রতিবেদনের সাথে সিডি আকারে জেলা রেজিস্ট্রার মহোদয়ের অফিসে প্রেরণ। ৭. অতঃপর স্ক্যানকৃত হার্ডকপিটি দিয়ে বালামভূক্ত করে সংরক্ষণ করতে হবে এবং বালামভূক্তির পৃষ্ঠা ও বালাম নম্বর সার্ভারে রক্ষিত সফটকপিতে উল্লেখ করতে হবে। ৮. পরবর্তীতে জাতীয়ভিত্তিক কোন ব্যাক-আপ সার্ভার গড়ে তোলা হলে সেখানে এই দলিলগুলোর সফটকপি ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করতে হবে।