প্রকল্প সমূহ

বয়স্ক ভাতা কার্যক্রম সহজীকরণ
বয়স্ক ভাতা কার্যক্রম সহজীকরণ

বয়স্ক ভাতা কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সময়মত যথোপযুক্ত উপকারভোগী নির্বাচন করা যায় না। উপকারভোগী (ভাতা ভোগী) নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক তথ্য সহজে পাওয়া যায় না, বিশেষ করে জন্ম তারিখ ও বয়স নির্ধারণের ক্ষেত্রে; ভুল তথ্য পেলে সেটাও সময়ের অভাবে যাচাই করার সুযোগ থাকে না; মধ্যস্বত্বভোগীর প্রভাব; নির্বাচিত হওয়ার পূর্বেই তাকে দুর-দুরান্ত থেকে বার বার ইউনিয়ন ও উপজেলায় আসা-যাওয়া করতে হয়; নির্বাচত হওয়ার পূর্বেই খরচ হয় আনুমানিক ৮০০-১০০০ টাকা;

সেবার বিষয়ে ব্যাপক প্রচার; সেবা গ্রহীতার আবেদন পত্র সরাসরি এবং UISC এর মাধ্যমে অনলাইনে আবেদন পত্র/ তথ্য সংগ্রহ; প্রাপ্ত আবেদন পত্রের তথ্য ডাটাবেইজে সন্নিবেশকরণ; আবেদিত ব্যক্তিগণের তথ্য সংগ্রহ; সেবাগ্রহীতার অগ্রাধিকার তালিকা তৈরীর জন্য ইউনিয়ন কমিটিতে প্রেরণ (হার্ড কপি সরাসরি এবং সফট কপি UISC- এর মাধ্যমে প্রেরণ); ইউনিয়ন কমিটির মাধ্যমে প্রাপ্ত তালিকা থেকে উপজেলা কমিটিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন বিদ্যমান অন্যান্য প্রক্রিয়া অনুসরন পূর্বক ভাতা বিতরনের ব্যবস্থা করা।