প্রকল্প সমূহ

যুব ঋণ বিতরণ সহজীকরণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃস্টি
বয়স্ক ভাতা কার্যক্রম সহজীকরণ

বয়স্ক ভাতা কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

পদ্ধতিগত কারণে সময়মত উপকারভোগী নির্বাচন করা যায় না। কারন, উপকারভোগী (ভাতাভোগী) নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক তথ্য সহজে পাওয়া যায় না। ভুল তথ্য পেলে সেটাও সময়ের অভাবে যাচাই করার সুযোগ থাকে না। এত মধ্যস্বত্বভোগীর প্রভাব থাকে। নির্বাচিত হওয়ার পূর্বেই তাকে দুর-দুড়ান্ত থেকে বার বার ইউনিয়ন ও উপজেলায় আসা-যাওয়া করতে হয়। এজন্য আনুমানিক ৫০০-১০০০ টাকা। স্থানীয় জন প্রতিনিধিদের অসহযোগিতা, স্বজনপ্রীতি ও দুর্ণীতির কারণে উপকারভোগী নির্বাচনে বিঘ্ন ঘটে। ফলে উপযুক্ত উপকারভোগী নির্বাচন করা যায় না। সেবা গ্রহীতাকে একবার উপজেলা/জেলায় আসা-যাওয়া করতে হয়। সেবা গ্রহীতাকে ইউনিয়ন কমিটির সুপারিশ গ্রহণের ক্ষেত্রে কমিটির সদস্যগণের ইচ্ছা/অনিচ্ছা বা স্বেচ্ছাচারিতার শিকার হতে হয়। সেবা গ্রহীতা অনেক সময় মধ্যস্বত্তভোগীর কবলে পড়ে।

ব্যাপক প্রচারের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করে সেবা গ্রহীতার নিকট হতে আবেদন সরাসরি / UDC এর উদ্যোক্তার মাধ্যমে অনলাইনে আবেদন/তথ্য সংগ্রহ করা হবে। প্রাপ্ত আবেদন পত্রের তথ্য ডাটাবেইজে সন্নিবেশ করে মাঠকর্মীগণের মাধ্যমে আবেদিত ব্যক্তিগণের প্রাথমিক তথ্য যাচাই/ সংগ্রহ করা হবে। আবেদনকারীর তালিকা যাচাই-বাছাই পূর্বক অগ্রাধিকার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিতে প্রেরণ করা হবে। সর্বশেষ ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই পূর্বক উপজেলা কমিটিতে উপকারভোগী নির্বাচন চুড়ান্ত/অনুমোদন করা হবে। ফলে ভাতা কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগী নির্বাচন পদ্ধতি সহজ ও কার্যকর হবে।