কর্ম্সংস্থান উপযোগী ট্রেড অনুযায়ী প্রশি্ক্ষণ দিতে না পারা । প্রশিক্ষণ বিজ্ঞপ্তি সর্ম্পকে জ্ঞাত না হওয়া । প্রমিক্ষনার্থী নির্বাচন প্রক্রিয়ায় সময় ও খরচ বেশী । প্রশিক্ষনার্থীর সংখ্যা ব্যাচ প্রতি (৩০-৪০) অর্থাৎ অধিক হওয়া ।
চাহিদার ভিত্তিতে কর্ম্সংস্থান উপযোগী ট্রেডে প্রশিক্ষণ প্রদান। যুব সংগঠন/ UDC এর মাধ্যমে অনলা্্িনে ওপ্রচলিত পদ্ধতিতে আবেদন গ্রহন । ব্যাচ প্রতি প্রশিক্ষনার্থী (২০-২৫) র্নিধারন ।