উপজেলার প্রত্যন্ত এলাকায় বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের চাহিদা আছে। মূলতঃ প্রচারের অভাবে বেকার যুবরা প্রশিক্ষণের সংবাদ পায়না। এসকল যুবদের তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে প্রকৃত বেকারদের বাছাইয়ান্তে চাহিদাভিত্তিক যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃজন।
অন-লাইনে / জন প্রতিনিধি / সরাসরি মাঠ ভিজিট / বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের আবেদন গ্রহন করা হবে। প্রাপ্ত আবেদন যাচাইয়ান্তে সাক্ষাৎকারের মাধ্যমে বাছাইয়ান্তে চুড়ান্তকরন ও প্রশিক্ষণ প্রদান করা হবে। সুবিধাভোগীদের সাথে আলোচনা সাপেক্ষে ট্রেড নির্ধারন করা হবে। প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহন ও মূলধণ প্রাপ্তিতে সহযোগীতাকরণ। ফলে যুবদের আত্মকর্মসংস্থান সৃজনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সহজীকরণ সম্ভব হবে।