প্রকল্প সমূহ

পেনশন কেইস দ্রুত নিষ্পত্তিকরণ
যুব সংগঠন গঠন ও তালিকাভুক্তি/নিবন্ধন সহজীকরণ এবং সংগঠনের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃজন

মাসিক পেনশন প্রদান সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

মন্ত্রাণালয় ভিত্তিক পেনশন তথ্য রেজিস্টার, এ্যাডভাইজ রেজিস্টার ব্যাবহার না হওয়ায় এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল ব্যবহৃত না হওয়ায় ও প্রয়োজনীয় নাগরিক সেবা সমূহ প্রদান না করায় পেনশনারগণ মানসিক, আর্থিক এবং শারিরীক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সকল মন্ত্রণালয়ের তথ্য ১টি রেজিষ্টারে লিপিবদ্ধ থাকে এবং পেনশনারগণকে ১টি এ্যাডভাইজের মাধ্যমে ১জন জনবল দৈনিক পেনশন প্রদান করে বিধায় অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে ৬ ঘন্টা থেকে ২দিন। বয়োবৃদ্ধ পেনশনারগণের বসার সুব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্য সেবা না থাকায় পেনশনারগণকে সেবার পরিবর্তে ভোগান্তির শিকার হতে হয়।

মন্ত্রণালয় ভিত্তিক পেনশন রেজিস্টার এবং ৩টি এ্যাডভাইস রেজিস্টার এর মাধ্যমে অধিকসংখ্যক জনবল ব্যবহার করে ১ দিনেই পেনশন প্রদান করা হবে। স্বল্প সময়ে পেনশনারগণ মাসিক পেনশন উত্তোলন করিতে পারবেন। পেনশনারগণের বসার, টয়লেটের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ডাক্তারি সেবা (স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হইতে চিকিৎসক উপস্থিত থাকবে) প্রদান করা হবে। ইনোভেশন টিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং জন প্রতিনিধিগণের সহিত বৈঠক করে সেবা সমূহ নিশ্চিত করা হবে। ফলে পেনশনারগণের সময়, যাতায়াত ও অর্থ কম ব্যয় হবে।