সমবায় সমিতি নিবন্ধন প্রক্রিয়া ও সমবায় কার্যক্রম সম্পর্কে জানা না থাকার কারনে জনগনের পদে পদে সময়, অর্থ ও যাতায়তের হয়রানির স্বীকার হতে হয়। ফলে নিবন্ধিত সমবায় সমিতি নেতিবাচক ধারনা নিয়ে গঠিত হয়ে টেকসই উৎপাদনমূখী কার্যক্রমের পরিবর্তে প্রতারণার আশ্রয় নিয়ে অতিমুনাফার আশায় জনগনের সহিত প্রতারণায় লিপ্ত হয়।
ওয়েব পোর্টালের মাধ্যমে সমবায় সম্পর্কিত তথ্য জানা ও সমিতি টেকসই করনের উদ্দেশ্যে নিবন্ধনের পূর্বে প্রশিক্ষন প্রদান ও সম্ভাবনাময় সমিতিতে নিবিড় ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও তদারকীর মাধ্যমে পর্যায়ক্রমে সমবায় সমিতি গুলোকে উৎপাদনমূখী করে গড়ে তোলা হবে। উপজেলা ওয়েব পোর্টালে সমবায় বিভাগে যাবতীয় তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে এবং নিবন্ধনের পূর্বে সমবায়ের প্রকৃত ধারণা দানের জন্য প্রশিক্ষন প্রদান করা হবে। এর মাধ্যমে টেকসই সমবায় সমিতি গঠন এবং টিসিভি সাশ্রয় ঘটবে।