সমিতির সদস্যগণ তাদের উৎপাদিত কৃষি ও অকৃষি পন্যে উচ্চমূল্যের বাজারে বিক্রয় করতে পারেন না। উচ্চমূল্যে সমিতির নিবন্ধন সংক্রান্ত রেকর্ডপত্র ক্রয় করতে হয়।সমবায় আইন, বিধি, নিবন্ধন নীতিমালা, সমিতির উপ-আইন এবং নিবন্ধন সংক্রান্ত রেকর্ডপত্র প্রস্তুত করার ক্ষেত্রে সমিতির সদস্যদের অজ্ঞতা থাকে ।সমিতির সদস্যদের স্থানীয় পর্যায়ের পেশা/সমস্যা (কৃষি, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ইত্যাদি) অনুযায়ী বাস্তবসম্মত প্রশিক্ষন না পাওয়া। সমিতি কার্যকর ও টেকসই হচ্ছে না। ন্যায্য মূল্য না পাওয়ায় ফলে সমিতির সদস্যগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উচ্চমূল্যে রেকর্ডপত্র ক্রয় করায় ফলে সমিতির সদস্যগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দালালের সহযোগীতায় রেকর্ডপত্র প্রস্তুত করে নেয়ার ফলে সমিতির সদস্যগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
নিবন্ধনের পূর্বে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের নির্ধারিত দিনের শুরুতেই সমিতির শ্রেণী অনুযায়ী সংশ্লিষ্ট পেশার সরকারী কর্মকর্তা (কৃষি, প্রাণী সম্পদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিভাগের কর্মকর্তা) কর্তৃক সমিতির সদস্যদের সংশ্লিষ্ট সমস্যার উপর প্রশ্ন ও লিখিত ও মৌখিভাবে উত্তর প্রদানের মাধ্যমে সমাধান প্রদানের ব্যবস্থা করা হবে। বিনামূল্যে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহ এবং রেকর্ডপত্র প্রস্তুতে সহায়তা করা হবে। ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে নিবন্ধন প্রদান এবং ই-মেইল/মোবাইল ম্যাসেজ/ টেলিফোনে অবহিত করে অফিস সহায়কের(এম.এল.এস.এস) মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত রেকর্ডপত্র সমিতিতে পৌছানো। নিবন্ধন পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন পরবর্তী করণীয় সম্পর্কে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষন প্রদান করা হবে। সমিতির সাথে উচ্চমূল্য বাজারের সাথে চুক্তি করার ব্যবস্থা গ্রহন করা হবে। সমিতির কর্মচারীদের মাধ্যমে সদস্যদের উৎপাদিত পণ্য সমিতিতে আনয়ন এবং একত্রিত পণ্য উচ্চমূল্যে বাজারে প্রেরণ করে ন্যায্য মূল্য নিশ্চিত করা।