প্রকল্প সমূহ

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা (ওয়ার্ডভিত্তিক গর্ভবতী ও সক্ষম দম্পতিদের মোবাইল নাম্বারসহ নিবন্ধন করে সেবা প্রদান)
নিবন্ধনের পূর্বে প্রশিক্ষণ প্রদান ও টেকসই সমবায় সমিতি গঠন

নব দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং মা ও শিশু স্বাস্থ্যের পরামর্শ ও সেবার মানোন্নয়ন করার মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

গ্রামের লোকজন প্রথম বিবাহ হলে তারা লজ্জার কারনে কারো কাছে এ বিষয়ে বলতে পারে না এবং গর্ভবতী হলেও তারা কারো কাছে কিছু বলে না এবং তারা নিজেরাই বাড়ীতে বসে ডেলীভারীর ব্যবস্থা করেন।

নবদম্পত্তি ও গর্ভবতীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ডাটাবেইজ তৈরী করা। নবদম্পত্তিদের মোবাইলের মাধ্যমে কাউন্সিলিং করে তাদের পছন্দমত পদ্ধতির চাহিদা পূরন করা। গর্ভবতী মায়েদের মোবাইলের মাধ্যমে তাদের চারবার অহঃবহধঃধষ ঈযবপশঁঢ় এর ব্যবস্থা করা।