প্রকল্প সমূহ

মৎস্য চাষ সেবা সহজীকরণ
শিক্ষকদের আর্থিক সুবিধাদি নিষ্পত্তি সহজীকরণে ই-ব্যবস্থাপনা

জনগণের দোরগোড়ায় প্রাণি স্বাস্থ্যসেবা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

"# গাভীর কৃত্রিম প্রজনন সেবা কার্যক্রমের প্রধান সদস্যা হল পূন: প্রজনন পূন: প্রজননের বিভন্ন কারনগুলো হলো: # গাভী গরম হোয়া সম্পর্কে কৃষকের অভিজ্ঞতা ও অসচেতনতা # এ, আই কর্মীর অদক্ষতা ও অবহেলা # গুনগত মানসম্পন্ন সিমেন এর অভাব # গাভীর প্রজনন সংক্রান্ত রোগ # অপুষ্টির জনিত সমস্যা # বংশগত সমস্যা।"

১. খামারী পর্যায়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা;২. নিয়মিতভাবে গবাদি প্রাণির কৃমিনাশক ও টিকা প্রদান সেবা নিশ্চিত করা; ৩. গবাদি প্রাণির রোগ নির্ণয়ে মিনি ল্যাবরেটরীর সংস্থান রাখা; ৪. গবাদি প্রাণির কৃত্রিম প্রজননকারীদেও উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা রাখা, ৫. গবাদি প্রাণির জন্য বছর ব্যাপী চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপন্ াকার্ড তৈরী ও বিতরন করা ৬. খামার মালিকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা।