প্রকল্প সমূহ

ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তার মাধ্যমে মৎস্য সংক্রান্ত পরামর্শ সেবা চাষির দোরগোড়ায়ে পৌঁছানো
জনগণের দোরগোড়ায় প্রাণি স্বাস্থ্যসেবা

মৎস্য চাষ সেবা সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

জুড়ী উপজেলার অধিকাংশ মৎস্য চাষ এলাকা , মৎস্যচাষীগণ (সেবা বঞ্চিত ব্যক্তি বা গোষ্ঠী) ,মাছ চাষের প্রয়োজনীয় পরামর্শ (যে সেবা হতে বঞ্চিত) , সকল চাষীর সাথে মৎস্য অফিসের যোগাযোগ না থাকা

উপজেলা মৎস্য অফিসে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকবে যেটি হেল্প লাইন হিসাবে ব্যবহারিত হবে এবং প্রত্যেক চাষীকে এই নাম্বার সহ একটি হেল্প র্কাড/ পরামর্শ র্কাড প্রদান করা হবে।চাষী উক্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে উক্ত হেল্প র্কাড লিপিবদ্ধ করবেন এবং সে অনুসারে চাষাবাদ করবেন।