জুড়ী উপজেলার অধিকাংশ মৎস্য চাষ এলাকা , মৎস্যচাষীগণ (সেবা বঞ্চিত ব্যক্তি বা গোষ্ঠী) ,মাছ চাষের প্রয়োজনীয় পরামর্শ (যে সেবা হতে বঞ্চিত) , সকল চাষীর সাথে মৎস্য অফিসের যোগাযোগ না থাকা
উপজেলা মৎস্য অফিসে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকবে যেটি হেল্প লাইন হিসাবে ব্যবহারিত হবে এবং প্রত্যেক চাষীকে এই নাম্বার সহ একটি হেল্প র্কাড/ পরামর্শ র্কাড প্রদান করা হবে।চাষী উক্ত মোবাইল নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে উক্ত হেল্প র্কাড লিপিবদ্ধ করবেন এবং সে অনুসারে চাষাবাদ করবেন।