প্রকল্প সমূহ

মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহজীকরণ
ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তার মাধ্যমে মৎস্য সংক্রান্ত পরামর্শ সেবা চাষির দোরগোড়ায়ে পৌঁছানো

মোবাইল এ্যাপস এর মাধ্যমে মৎস সংক্রান্ত পরামর্শ সেবা মৎস চাষির দোরগোড়ায়ে পৌঁছানো


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের প্রায় ১২০০ জন মৎস্য চাষীর (মৎস্য পরার্মশ প্রাপ্তস্থিান সর্ম্পক) সঠিক তথ্য না জানা ও যোগাযোগ সমস্যার কারণে মৎস্য রোগবালাই ও অন্যান্য সমস্যা সংক্রান্ত পরামর্শ সেবা থেকে বঞ্চিত হওয়া। মৎস্য চাষরি সময় ও র্অথরে অপচয় ঘটে।

ইউ ডি সি এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে। মৎস্য খাদ্য বিক্রেতা, ঔষধ বিক্রেতা , অগ্রসরমান মৎস্য চাষি , সম্প্রসারন কর্মী , চাষি নিজে মোবাইল এপ্স ব্যবহারের মাধ্যমে মৎস্য সঙ্ক্রান্ত সমস্যাবলীর সমাধান করতে পারবে।