নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের প্রায় ১২০০ জন মৎস্য চাষীর (মৎস্য পরার্মশ প্রাপ্তস্থিান সর্ম্পক) সঠিক তথ্য না জানা ও যোগাযোগ সমস্যার কারণে মৎস্য রোগবালাই ও অন্যান্য সমস্যা সংক্রান্ত পরামর্শ সেবা থেকে বঞ্চিত হওয়া। মৎস্য চাষরি সময় ও র্অথরে অপচয় ঘটে।
ইউ ডি সি এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে। মৎস্য খাদ্য বিক্রেতা, ঔষধ বিক্রেতা , অগ্রসরমান মৎস্য চাষি , সম্প্রসারন কর্মী , চাষি নিজে মোবাইল এপ্স ব্যবহারের মাধ্যমে মৎস্য সঙ্ক্রান্ত সমস্যাবলীর সমাধান করতে পারবে।