কেরাণীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের ঋন গ্রহনেচ্ছু মৎস্য চাষীগন অজ্ঞতা ও অসচেতনতার কারনে মৎস্য চাষের ঋন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে 15-20 জন মৎস্য চাষী ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং 12-15মে.টন মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে।
তৃনমূল পর্যায়ে মৎস্য চাষী ও পুকুর সনাক্তপূর্বক প্রকৃত মৎস্য চাষীদের ডাটা বেইজ ফরম পূরন ও আই ডি কার্ড সরবরাহের মাধ্যমে এবং ডিজিটাল সেন্টারের সহায়তায় ব্যপক প্রচারনা চালিয়ে প্রকৃত মৎস্য চাষীদের সহজলভ্য ঋনের ব্যবস্থা করা।