প্রকল্প সমূহ

জনগণের দোরগোড়ায় প্রাণি স্বাস্থ্য সেবা পৌছানো
মোবাইল এ্যাপস এর মাধ্যমে মৎস সংক্রান্ত পরামর্শ সেবা মৎস চাষির দোরগোড়ায়ে পৌঁছানো

মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কেরাণীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের ঋন গ্রহনেচ্ছু মৎস্য চাষীগন অজ্ঞতা ও অসচেতনতার কারনে মৎস্য চাষের ঋন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে 15-20 জন মৎস্য চাষী ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং 12-15মে.টন মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে।

তৃনমূল পর্যায়ে মৎস্য চাষী ও পুকুর সনাক্তপূর্বক প্রকৃত মৎস্য চাষীদের ডাটা বেইজ ফরম পূরন ও আই ডি কার্ড সরবরাহের মাধ্যমে এবং ডিজিটাল সেন্টারের সহায়তায় ব্যপক প্রচারনা চালিয়ে প্রকৃত মৎস্য চাষীদের সহজলভ্য ঋনের ব্যবস্থা করা।