মাঠ পর্যায়ে সকল কৃষকের কাছে তথ্য সরবরাহ করতে না পারার কারণে অনেক জমির অপচয় হয় এবং কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়। মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বল্পতা থাকে। ফলে যাতায়াতের জন্য ব্যয় ও সময় অনেক বেশী অপচয় হয়।(কৃষক ও কর্মকর্তাদের)। ফসল এর ব্যাপ্তিকাল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বন্যা ও খরায় ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রচুর অনাবাদী জমি এবং স্বল্প জীবনকাল এর ফসল এর অভাব। কৃষকের মধ্যে ফসল এর ক্ষতির মাত্রা বৃদ্ধি পায় ফলে কৃষির প্রতি তাদের আগ্রহ দিন দিন কমতে থাকে। কৃষকের উপযোগী সুপারিশ এর অভাব অন্যতম।
জমির ধরণ, জমির গুনাগুণ, চাষের মৌসুম, ফসলের জাত, চাষ পদ্ধতি এর উপর সফটওয়্যার তৈরী। একটি নিদষ্টি গ্রামকে প্রকল্প এলাকা ধরা হবে এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টটিউট এর নিদের্শিত পদ্ধতিতে উচু জমির জন্য সুপারিশকৃত ফসল উচ জমিতে চাষ করা এবং নিচু জমির জন্য নিদিষ্টকৃত ফসল নিচু জমিতে চাষ করা হবে । তার আলোকে আগাম পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ হতে পারে এমন এলাকায় স্বল্প জীবন কালের ফসল চাষ করা হয় যাতে বন্যা শুরু হোয়ার পূবৈই ফসল সংগ্রহ করা যায় । পানির অবস্থানের ভিত্তিতে ২-৩ মাস মেয়াদি ফসলের চাষ করা, যাতে কোন জমি পতিত না থাকে । বন্যা প্রবন এলাকা চিহ্নিত করে তার উপযোগী ফসল চাষের সুপারিশ করা হবে