বিদ্যমান কৃষক প্রশিক্ষণ এর ধরন গতানুগতিক, কম কার্যকর এবং কম ফলপ্রসূ। কারণ প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের সঠিক ডাটাবেজ নেই, কৃষক নির্বাচনে পক্ষপাতিত্তের সুযোগ, আধুনিক প্রযুক্তির অভাব ও সময়োপযোগী বিষয়বস্তু নির্ধারণের অভাব।
কৃষক প্রশিক্ষণের ডিজিটাল করণ (Farmer's Digital Training), প্রশিক্ষিত কৃষকের ডাটাবেজ তৈরি, FINA এর মাধ্যমে বিষয়বস্তু ও সময় নির্ধারণ, প্রশিক্ষিত বিষয়ের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশান এর ডিজিটাল লাইব্রেরী প্রস্তুতকরণ। তালিকা হতে কৃষক নির্বাচন ও চিন্তাকর্ষক প্রশিক্ষণ প্রদান।