ঝিনাইদহ জেলার সদর উপজেলায় অবস্থিত ঝিনাইদহ পৌরসভার পৌরকর ও পানি সরবরাহ বিল প্রাপ্তি ও পরিশোধের ক্ষেত্রে সেবা প্রদানের বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতি ও সেবা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আবাসিক,সরকারী ও বেসরকারী ভবন/ঘর-বাড়ীর মালিকগণ ভোগান্তির শিকার, সময় ও অর্থ অপচয়ের সম্মুখিন হন
১। পৌরসভা কার্যালয়ে ওয়াইফাই সংযোগসহ আধুনিক বিলিং কক্ষ স্থাপন। ২। সকল গ্রাহকের নাম,ঠিকানা,মোবাইল নং,আইডি, পাসওয়ার্ডসহ ডাটাবেজ তৈরি। ৩। বিলিং সফটওয়্যার সংগ্রহ। ৪। ওয়েব পোর্টালের মাধ্যমে বিলের তথ্য অনলাইনে প্রেরণ। ৫। বিলের পরিমান ও পরিশোধের সময়সীমা sms এর মাধ্যমে গ্রাহককে অবহিতকরণ। ৬। সকল বিল মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে পরিশোধের ব্যবস্থা গ্রহণ।