<p><strong>চিহ্নিত সেবার বিদ্যমান সমস্যা :</strong></p> <p>০১. সঠিক সদস্য নির্বাচিত না হওয়া</p> <p>০২. প্রযুক্তিত্তিক ডাটা বেইজ না করা</p> <p>০৩. সমিতি নিবন্ধনে সময়ক্ষেপন</p> <p>০৪. ঋন আনুমোদনের জন্য জেলার সাথে ম্যানুয়াল পদ্ধতিতে যোগাযোগ</p> <p>০৫. ঋণের সঠিক ব্যবহারের না করা </p> <p><strong>সমস্যাটির মূল কারণ</strong></p> <p>০১.সদস্যদের অজ্ঞতা</p> <p>০২ জরিপে সঠিক তথ্য না আসা</p> <p>০৩.উপজেলা সমবায় দপ্তরের সাথে সমন্বয়হীনতার অভাব</p> <p>০৪.সদস্যদের ডাটা বেইজ না করা</p> <p>০৫. ম্যানুয়াল পদ্ধতিতে যোগাযোগ ব্যবস্থা</p>
<p style="margin-left:0.5in">০১.উঠান বৈঠকের মাধ্যমে সমিতি গঠনের প্রক্রিয়া ও উদ্দেশ্য অভহিত করা</p> <p style="margin-left:0.5in">০২.উপজেলা ওয়েব পোর্টালে সমিতি গঠন সর্ম্পকিত যাবতীয় তথ্য প্রকাশ করা </p> <p style="margin-left:0.5in">০৩. সকল সদস্যদের নিয়ে উপজেলা পর্যায়ে একটি ডাটা বেইজ তৈরী করা</p> <p style="margin-left:0.5in">০৪. বিদ্যমান পদ্ধতির পাশাপাশি অনলাইন এর মাধ্যমে ঋণ আবেদন জমা নেয়া ও অনুমোদন এর ব্যবস্থা নেয়া</p> <p style="margin-left:0.5in">০৫. এস.এম.এস এর মাধ্যমে ঋণ আবেদনের প্রাপ্তি নিশ্চিত ও বিতরণের তারিখ জানানো</p> <p style="margin-left:0.5in">০৬. সঞ্চয় ও ঋণের কিস্তি জমা প্রদানের তথ্য এস এম এস মাধ্যমে জানানো।</p> <p style="margin-left:0.5in">০৭.ঋণের টাকা যথযথ ভাবে ব্যবহারের উপর তদারকি বৃদ্ধি করা এবং পণ্য বাজারজাতে সহযোগিতা করা<br /> </p> <p> </p>