<p><strong>চিহ্নিত সেবার বিদ্যমান সমস্যা :</strong></p> <p>ক। সময় সাপেক্ষ</p> <p>খ। জনগনের ভোগান্তি বেশী</p> <p>গ। আর্থিক কারচুপি</p> <p>ঘ। অফিসের দুরত্ব বেশী</p> <p>৩। সমস্যাটির ভুক্তভোগী কারা?</p> <p>সমবায় সমিতি নিবন্ধন প্রত্যাশী সমবায়ীবৃন্দ</p> <p><strong>সমস্যাটির মূল কারণ :</strong></p> <p>(ক) নিবন্ধন প্রত্যাশী সমবায়বৃন্দের বাড়ী হইতে উপজেলা ও জেলা সমবায় অফিসের দুরত্ব বেশী</p> <p>(খ) অভিজ্ঞতার অভাব</p> <p>(গ) দীর্ঘ সূত্রিতা।</p> <p> </p>
<p>1. নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদান, উপকরন সংগ্রহ এবং লিপিবদ্ধকরণ ও সমন্বয়ে সহায়তার জন্যে হেল্প ডেস্ক স্থাপন ও সহায়তাকারী মোবাইল নম্বর প্রদান।</p> <p>২) উপজেলা ওয়েব পোর্টাল ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়েব সাইটে নিবন্ধন সংক্রান্ত তথ্য ও ফরম সংযুক্তকরণ, ।</p> <p>৩) সমবায়ীদের ডাটাবেজ তৈরী</p> <p>৪) প্রচলিত পদ্ধতির পাশাপাশি ই-মেইলে নিবন্ধন আবেদন গ্রহন।</p> <p>৫। নিবন্ধনের আবেদন প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে স্থানীয় তদন্ত ও যাচাই সম্পূর্ণ করা।</p> <p>৬। সমিতি পর্যায়ে নিবন্ধন প্রত্যাশীদের সমবায় সম্পর্কিত ধারনা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণ</p> <p>৭)এস এম এস এর মাধ্যমে সমবায়ীদের আবেদন প্রাপ্তি,স্থানীয় তদন্ত ও নিবন্ধন সংক্রান্ত তথ্য জানানো ।</p>