<p>শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স হতে শুরু করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া।</p> <p>শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য গ্রাহককে দুই বার এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য চার বার অর্থাৎ মোট ছয় বার অফিসে আসতে হয়।</p>
<p>অন-লাইনে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র জমা দেওয়ার দিন ডিসিটিবির পরীক্ষার তারিখ ও রোল নম্বরসহ শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স(ই-লার্ণার) প্রদান করা হবে, যার ফলে গ্রাহককে অফিসে আসতে হবে না।</p> <p>ডিসিটিবি’র পরীক্ষায় পাশের পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র জমা দেওয়ার দিন বায়োমেট্রিক্স গ্রহণ করা হবে। যার ফলে গ্রাহককে অফিসে একবার কম আসতে হবে।</p> <p>অর্থাৎ গ্রাহককে ড্রাইভিং লাইসেন্সের জন্য অফিসে ছয় বারের স্থলে তিন বার আসতে হবে।</p> <p>• অন-লাইনে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র জমা দেওয়ার দিন ডিসিটিবির পরীক্ষার তারিখ ও রোল নম্বরসহ শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স(ই-লার্ণার) প্রদান করা হবে, যার ফলে গ্রাহককে অফিসে আসতে হবে না।</p> <p>• ডিসিটিবির পরীক্ষায় পাশের পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র জমা দেওয়ার দিন বায়োমেট্রিক্স গ্রহণ করা হবে। যার ফলে গ্রাহককে অফিসে একবার কম আসতে হবে।</p> <p>• অর্থাৎ গ্রাহককে ড্রাইভিং লাইসেন্সের জন্য অফিসে ছয় বারের স্থলে তিন বার আসতে হবে।</p>