প্রকল্প সমূহ

বান্দরবান পার্বত্য জেলায় জমি বিক্রয় অনুমতি এবং রেকর্ড সংশোধন
রেজিস্ট্রীকৃত মূল দলিল ফেরত প্রদান সহজীকরণ

পরামর্শ কেন্দ্র স্থাপন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<table border=".5" cellpadding="0" cellspacing="0" style="width:500px"> <tbody> <tr> <td style="width:295px"> <p style="text-align:center"><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </td> <td style="width:342px"> <p style="text-align:center"><strong>সমস্যার মূল কারণ</strong></p> </td> </tr> <tr> <td style="width:295px"> <p>ক<strong>) </strong>ভূমি  ব্যবস্থাপনা ও নিবন্ধন  বিষয়ে গ্রাহকের  অজ্ঞতা।</p> </td> <td style="width:342px"> <p>  নিবন্ধন সম্পর্কে গ্রাহকের অজ্ঞতা ও তথ্য প্রাপ্তিতে অপ্রতুলতা।</p> </td> </tr> <tr> <td style="width:295px"> <p>খ) অফিস  কতৃক  তথ্য  প্রদর্শন ও সরবরাহে  উদাসীনতা।</p> </td> <td style="width:342px"> <p> </p> </td> </tr> <tr> <td style="width:295px"> <p>গ<strong>) </strong>দলিল  লেখকদের  অজ্ঞতা ও অবহেলা<strong>/</strong>চাতুর্যতা।</p> </td> <td style="width:342px"> <p> </p> </td> </tr> <tr> <td style="width:295px"> <p>ঘ<strong>) </strong>মধ্যস্বত্বভোগীদের  উপস্থিতি।</p> </td> <td style="width:342px"> <p> </p> </td> </tr> <tr> <td style="width:295px"> <p>ঙ<strong>) </strong>মূল্যবোধ  ও  আন্তরিকতার  অভাব।</p> </td> <td style="width:342px"> <p> </p> </td> </tr> </tbody> </table>

<p>প্রতি সপ্তাহে একটি জনসচেতনতামূলক সভা করা যেখানে উপজিলা নির্বাহী কর্মকর্তা/সহকারী কমিশনার(ভুমি)/সহকারী সেটেলমেনট অফিসার/সাব-রেজিস্ট্রার  ও অন্যান্যরা উপস্থিত থেকে জনসাধারণকে পরামর্শ প্রদান করবে। কোন বিষয়ে কিছু জানার থাকলে সরাসরি প্রশ্ন করে জানতে পারবে। সাব-রেজিস্ট্রার নিজেও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।মাস শেষে কাজের মূল্যায়ন করবে এবং পরবর্তী মাসের পরিকল্পনা গ্রহণ করবে।</p>