প্রকল্প সমূহ

অনলাইন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স প্রদান
এফ আই আর এন্ট্রি এবং মামলা তদন্ত সহজিকরন

অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা(নামজারি ও ভুমি উন্নয়ন কর) সহজিকরন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><strong>দালাল</strong><strong>, রাজনৈতিক নেতাদের কাছে নামজারির জন্য ধরনা দেয়া। টাকা খরচ করা। </strong></p> <p><strong>ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা</strong><strong>, সার্ভেয়ার ও কানুনগো এর কাছে সময় ও অর্থ খরচ করা। </strong></p> <p><strong>পজেটিভ রিপোর্ট নিতে সময় ও অর্থ খরচ করা। </strong></p> <p><strong>মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগা। </strong></p> <p><strong>মামলার অনুলিপি পেতে সময় ও অর্থ খরচ করা। </strong></p> <p><strong>মিস মামলা শেষে নামজারির জন্য পুনঃ তদন্ত করায় সময় ও অর্থ বেশি খরচ হওয়া। </strong></p> <p><strong><em>এই সেবাটি পেতে অধিক অর্থ ও সময় খরচ হতো এবং বারবার ভিজিট করতে হতো। </em></strong></p>

<p><strong>আবেদনের <u>গাইড লাইন সম্বলিত লিফলেট ছাপানো </u>ও ভুমি <u>অফিসে হেল্পডেস্ক স্থাপন</u></strong><strong>।</strong></p> <p><strong>দ্রুত তদন্তের জন্য <u>দুই সেট আবেদন </u>জমা নেয়া। </strong></p> <p><strong>নিদিষ্ট <u>বিষয় ও সময় উল্লেখ </u>করে এক তারিখেই কানুনগো</strong><strong>, সার্ভেয়ার ও ইউএলও কে <u>তদন্ত আদেশ এবং শুনানির আদেশ </u></strong></p> <p><strong>প্রতিবেদন দাখিলের জন্য আদেশে <u>সময় বেঁধে দেয়া</u></strong><strong>।</strong></p> <p><strong><u>কেস ডাইরি ও প্রসেস রেজিস্টার </u></strong><strong>মেনে ক্রমানুসারে কেস নিষ্পত্তি </strong></p> <p><strong><u>নির্দিষ্ট তারিখে পিটিশান রেজিস্টার </u></strong><strong>মেনে আদেশের অনুলিপি প্রদান</strong><strong>                      </strong></p>