<table border=".5" cellpadding="0" cellspacing="0" style="width:450px"> <tbody> <tr> <td style="width:397px"> <p style="text-align:center"><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </td> <td style="width:283px"> <p style="text-align:center"><strong>সমস্যার মূল কারণ</strong></p> </td> </tr> <tr> <td style="width:397px"> <p>সদস্যের শেয়ার-সঞ্চয় কত জমা আছে,কত টাকা লোন নিয়েছে, কিস্তি কত বকেয়া, লোন কত তারিখে খেলাপী হবে বা হয়েছে, লোন এ পর্যন্ত কত টাকা জমা দিয়েছে বর্তমানে কত টাকা বকেয়া, লোন নিতে কি কি কাগজপত্র লাগবে, লোন কবে কত টাকা পাওয়া যাবে অফিসে এসে জানতে হয়।</p> </td> <td style="width:283px"> <p>প্রয়োজনীয় সফটওয়্যার ও অনলাইন সিস্টেম না হওয়া</p> </td> </tr> <tr> <td style="width:397px"> <p>শেয়ার-সঞ্চয়, লোন ও সেবামূল্যের হিসাব ব্যক্তি বিশেষ করেন বিধায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে</p> </td> <td style="width:283px"> <p>প্রয়োজনীয় সফটওয়্যার ও অনলাইন সিস্টেম না হওয়া</p> </td> </tr> <tr> <td style="width:397px"> <p>হিসাবের খাতা পত্র হারাতে বা আগুনে পোড়া যেতে পারে, ইঁদুর/উইপোকায় নষ্টকরতে পারে বা চুরি হতে পারে</p> </td> <td style="width:283px"> <p>প্রয়োজনীয় সফটওয়্যার ও অনলাইন সিস্টেম না হওয়া</p> </td> </tr> <tr> <td style="width:397px"> <p>মানবসৃষ্ট অন্যান্য সমস্যা</p> </td> <td style="width:283px"> <p>প্রয়োজনীয় সফটওয়্যার ও অনলাইন সিস্টেম না হওয়া</p> </td> </tr> </tbody> </table>
<p>.</p>